তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আমরা তাহিরপুরবাসী’র উদ্যোগে সদর পূর্ববাজারে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমিন সুহেল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী মুর্তুজা, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর বাজার বণিক সমিতি সভাপতি দিলীপ কুমার চন্দ, সাবেক সভাপতি রতন গাঙ্গুলী, সাবেক উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক অনুপম রায়, ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, বণিক সমিতি’র সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, দলিল লেখক সমিতির পক্ষে এমদাদুল হুদা, মোটর সাইকেল মালিক সমিতির পক্ষে মিয়া হোসেন, লেগুনা মালিক সমিতির পক্ষে শাহজাহান মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা আবুল বাশার।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও পবিত্র গীতাপাঠ করা হয়।