স্টাফ রিপোর্টার ::
সিলেট আদর্শ বাউল কল্যাণ পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট আদর্শ বাউল কল্যাণ পরিষদের সভাপতি জমির হোসেনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ গীতিকার ফোরামের সাধারণ সম্পাদক অরুণ তালুকদার ও বাউল সৈয়দ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সিলেট বিভাগের সভাপতি রাকিব আল মাহমুদ, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সমাজসেবক ডা. সেলিম, বাউল তছকির আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে গুণীজনদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শিল্পী বিরহী কালা মিয়া, বাউল শাহজাহান সিরাজ, বাউল শাহানা, বাউল বশির উদ্দিন, বাউল তোতা, বাউল সিরাজ উদ্দিন, বাউল কলি সরকার প্রমুখ।