হামিদুর রহমান বাবলু ::
ছাতকে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় দু’মহিলাসহ আরো একজন ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত ৬জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বিরতিহীন বাস (মৌলভীবাজার ব-১১-০২৫৮) জাতুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলে মারা যান বাসের যাত্রী শাল্লা উপজেলার মোক্তারপুর গ্রামের জগদানন্দ দাসের মেয়ে রাধারানী (৪৫), দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের শ্যামল কান্ত দাসের মৌসুমী রানী (২৫) ও গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ দত্তরাইল গ্রামের মৃত আব্দুল্লাহর পুত্র হেলপার শামীম আহমদ (৩৫)।
এদিকে গুরুতর আহত গোপাল মোহন নন্দ (৪৮), বিপুল রায় (২৫), মায়ারানী (৫৫), লুৎফুর রহমান (৩৫), আলী হোসেন (৬০), পপি রায় (১৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুবক্কর (৬০), মুরছালিন (২০), মৃদুল পাল (৪৮), মহিউদ্দিন (৪০) সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাসের যাত্রীরা জানিয়েছেন দুর্ঘটনার সময় চালক মোবাইলে ফোনালাপরত ছিলেন।
দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। বাস চালক পালিয়ে গেছে।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ সফিকুল ইসলাম ও হাইওয়ে পুলিশের এসআই এ কে এম সফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার সময় সড়কে যানজটের কারণে প্রায় আধাঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
জাউয়া পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, বাসচালক গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলায় বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয়েছেন কয়েকজন।