স্টাফ রিপোর্টার ::
জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ), সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিটিএফ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোমেন তালুকদার উল্লেখ করেন, জেলা পর্যায়ে শিশু অধিকার ও বাল্য বিয়ে নিয়ে কাজ করে আসছে এনসিটিএফ। কোথায় কোথায় শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে সে বিষয়েও তারা খোঁজ-খবর রাখছেন। পথশিশু ও শ্রমজীবী শিশুদের কষ্টের কথা মাথায় রেখে এনসিটিএফ’র শিশুরা কষ্টার্জিত ও অধিকারবঞ্চিত শিশুদের অধিকারের কথা বিবেচনায় নিয়ে নানা উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনছেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সুনামগঞ্জ শাখার আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের সহযোগিতায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনসিটিএফ সদস্যবৃন্দ ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় এনসিটিএফ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু সংসদ সদস্য রুদ্র চন্দ, শিশু গবেষক রিজুয়ান আহমেদ, শিশু সাংবাদিক কামরুল ইসলাম, সহ-সভাপতি তাসলিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, ভলান্টিয়ার জলি রায় প্রমুখ।