দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে পানিতে ডুবে মনিকা বেগম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রমজান আলীর মেয়ে। গতকাল বুধবার সকালে পানিতে ডুবে মারা যায় শিশুটি।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৯টার দিকে মনিকা বেগম বাড়ির সামনে খেলছিল। হঠাৎ করে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী হাওরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে হাওরে ভাসমান অবস্থায় মনিকাকে দেখতে পাওয়া যায়। তাকে উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।