দ.সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মো. মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জয়কলস ইউনিয়নের জমলাবাদ গ্রামের আব্দুল ওদুদের ছেলে শাহীন আহমদ (২৫), একই গ্রামের ইছাক আলীর ছেলে আনোয়ার হোসেন (২২), মৃত আব্দুস সোবানের ছেলে আলাউর (৩০), শিমুলবাক ইউনিয়নের তেরহাল গ্রামের আব্দুল মজিদের ছেলে নিজামুল (২৬)-কে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবাদত হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জুয়াড়ীকে জনপ্রতি এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে জুয়াড়িরা জরিমানার টাকা দিয়ে মুক্তিপায়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।