দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী’র বড় ভাই আফরোজ চৌধুরী (৬০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই গ্রামের মৃত আব্দুল আজিদের ছেলে ওয়াকিব মোল্লা (৬০)-কে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার নিহতের ছোট ভাই মাসুদ চৌধুরী (৫০) বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় আফরোজ চৌধুরী নিহত হন।