জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে গরিব ও ঝরেপড়া ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে নারী উন্নয়ন ফোরামের আয়োজনে এ বৃত্তি প্রদান করা হয়। ১০৭ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রশীদ আহমদ, আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক বেদবাণী দাস, বালিকা উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সুখদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হাসান, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালীউল্লাহ সরকার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জর পুরকায়স্থ, আশরাফুল আলম, সুলতান আহমদ, সহকারি শিক্ষক নুর জালাল, উপজেলা নারী উন্নয়নের সদস্যা শারমিন সুলতানা, ফয়জুন নাহার, সেলিনা আক্তার, জ্যোৎ¯œা বেগম।