স্টাফ রিপোর্টার ::
গাড়ি চলার পর থেকেই চালক বার বার মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও সে কথা শুনেনি। মোবাইলে কথা বলার একপর্যায়ে বাসটি সামান্য লাফিয়ে উঠে। তখন চালক চলন্ত গাড়ি থেকে কৌশলে নেমে পালিয়ে যায়। গাড়ি কয়েক সেকেন্ড চালকবিহীন থাকার পর দুর্ঘটনায় পতিত হয়।
বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে ছাতকের জাতুয়া নামকস্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন জন নিহত হয়। আহত হন ২০ জন। যাত্রীবাহী বাসটি সিলেট থেকে দিরাই যাচ্ছিল। বাসের যাত্রীরা জানান, চালকের খামখেয়ালিপনার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
আবদুল হক নামের এক বাসযাত্রী বলেন, চালক মোবাইলে বার বার কথা বলছিল। নিষেধ করার পরও কথা শুনেনি। মোবাইলে কথা বলার সময় গাড়িটি সামান্য লাফিয়ে উঠে। তখন সে চলন্ত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এর বেশ কয়েক সেকেন্ড পর নিয়ন্ত্রণহীন হয়ে সড়কের পাশে পড়ে যায় বাসটি।
উদ্ধারকারী হাইওয়ে পুলিশের এস আই শফিকুল বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। বাসের হেলপার নিহত হয়েছেন।