স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ স্টেডিয়ামে ক্রিকেটের অনুর্ধ্ব-১২ মৌলিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। ৭দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট বোর্ডের সেক্রেটারি রেজওয়ানুল হক রাজা, ক্রিকেট বোর্ড এর যুগ্ম সাধারণ সম্পাদক জিএম তাশহিজ, মোজাম্মেল হক, কোচ আহমদ মোস্তফা রাজি, পাভেল চৌধুরী, নাদীর আহমদ, বুরহান উদ্দিন প্রমুখ।