তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উত্তর শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কলাগাঁও বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মইন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রঞ্জু সেন, রাসেল আহমেদ, আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় রঞ্জু সেনকে আহ্বায়ক ও রাসেল আহমেদ রতন এবং আনোয়ার হোসেন রতনকে যুগ্ম-আহবায়ক করে উত্তর শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক এ কমিটির অনুমোদন দিয়েছেন।