জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই আশরাফুল ইসলাম, এএসআই আবুল হোসেন ও এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশ দল উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ছাতক থানার ডাকাতি, হত্যাসহ ৪ মামলার আসামি আব্দুর রশিদকে (৩৮) গ্রেফতার করে। সে ছাতক উপজেলার আলমপুর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামির কামড়ে পুলিশ কনস্টেবল আক্তার হোসেন আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে গ্রেফতারকৃত আসামি আব্দুর রশিদকে ছাতক থানা পুলিশের কাছে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।