বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের হাওর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা একনেকের সভায় আবারো জোরালো কণ্ঠে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক সূত্রে জানা গেছে, এ বিষয়ে তিনি নীতিগত সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের আগামী সভায় অগ্রগতি জানানোরও নির্দেশনা দিয়েছেন। বৈঠকে একই সঙ্গে সুনামগঞ্জসহ সারাদেশের ৬৪টি জেলায় রেলপথ সম্প্রসারণের ঘোষণাও দেন তিনি। এদিকে গতকাল মঙ্গলবার একনেকের সভায় ৩হাজার ৪৮৮ কোটি ২০ লাখ টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে দাবি উত্থাপিত হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও এ বিষয়ে একাধিকবার বিভিন্ন ফোরামে বক্তব্য দিয়েছেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বিভিন্ন সময়ে এ বিষয়ে বক্তব্য রেখেছেন এবং আন্তরিকভাবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারণী ফোরামেও সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় অবশেষে গতকালের একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর কণ্ঠে সুনামগঞ্জের এ দুটি বিষয় গুরুত্বসহকারে উচ্চারিত হয়েছে এবং দাবি বাস্তবায়নে আশার সঞ্চার হয়েছে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বৈঠকে উপস্থিত সদস্যদের এ বিষয়ে পরবর্তী সভায় অগ্রগতি জানানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে গতকালের একনেক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় হাওর জেলা সুনামগঞ্জের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছেন। এ বিষয়ে সরকার দ্রুত উদ্যোগ নিবেন বলে তারা মনে করছেন।
এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান দৈনিক সুনামকণ্ঠকে বলেন, সুনামগঞ্জের হাওর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা একনেক বৈঠকে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী সভায় এ বিষয়ে অগ্রগতির নির্দেশনা দিয়েছেন। শিঘ্রই সুনামগঞ্জের এই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বাস্তবায়ন হবে। প্রতিমন্ত্রী এমএ মান্নান আরও বলেন, দেশব্যাপী রেলওয়ে নেটওয়ার্ক বৃদ্ধির প্রসঙ্গে বৈঠকে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জসহ ৬৪টি জেলায় যাতে কোনো না কোনোভাবে রেলপথ ছুঁয়ে যায় সেই ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।