সুনামকণ্ঠ ডেস্ক ::
দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেল সোয়া ৪টায়
দক্ষিণ সুরমার নর্থ ইস্ট নার্সিং কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. ইহসানুল হক ওরফে হৃদয় (২৩)। সে সুনামগঞ্জ সদরের জলিলপুর গ্রামের বর্তমানে শেখঘাট কাজির বাজার ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা মো. ফজলুল করিমের পুত্র।
র্যাব কার্যালয় সূত্রে জানা গেছে, হৃদয় নর্থ ইস্ট নার্সিং কলেজে এনএসআই সদস্য পরিচয়ে প্রবেশ করে। সে নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পক্ষ থেকে আসা পরিদর্শক হিসেবে দাবি করে।
র্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল। অভিযানকালে তার কাছে বিএনসিসির ইউনিফর্ম, এক জোড়া বুট, ভুয়া এনএসআই পরিচয়পত্র ও দু’টি মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি হৃদয়কে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ সিপিসি-১, সিলেট ক্যা¤েপর এএসপি মো. বেল্লাল হোসেন মল্লিক।