জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া নয়াপুঞ্জি গ্রামের জালু মিয়ার পুত্র বুশুর আহমদ লিকসন (২৮) দীর্ঘ ৩ মাস ধরে নিঁেখাজ রয়েছেন। তিনি দুই সন্তানের জনক বলে জানাগেছে।
নিখোঁজ যুবকের পিতা জালু মিয়া জানান, গত প্রায় ৩ মাস আগে তার ছেলে বুশুর আহমদ লিকসন সিলেটে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যায়। তবে কি কাজ করতে গেছে, তাদেরকে বলে যায়নি। এরপর থেকে তাঁর সাথে তাদের পরিবারের কোন রকম যোগাযোগ হয়নি। তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন উৎকণ্ঠায় রয়েছেন।