দিরাই প্রতিনিধি ::
অনলাইন নিউজ পোর্টাল কালনী ভিউ ডটকম-এর কার্যালয় পরিদর্শন করেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার। মঙ্গলবার দুপুরে দিরাই পৌর শহরের উপজেলা গেইট সংলগ্ন কার্যালয়টি পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি ও কালনী ভিউ ডটকমের স¤পাদক মন্ডলীর সভাপতি সামছুল ইসলাম সরদার, প্রেসক্লাব যুগ্ম সাধারণ স¤পাদক ও কালনী ভিউ ডটকমের স¤পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম সর্দার, গীতিকার ফারুকুর রহমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি সায়েল আহমেদ প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন, হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অনলাইন পত্রিকার মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে ঘটে যাওয়া ঘটনাবলি মুহূর্তের মধ্যেই জানতে পারি, অল্প দিনের মধ্যেই কালনী ভিউ ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের মাঝে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠেছে।