শাল্লা প্রতিনিধি::
শাল্লায় ইউএনও এএইচএম আসিফ বিন ইকরাম কর্তৃক সাংবাদিককে মারধরের প্রতিবাদ ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে বিক্ষোভ মিছিলটি শাল্লা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা অজয় তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, ফণিভূষণ সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক মনোরঞ্জন দাশ, সাংবাদিক জয়ন্ত সেন, দিলুয়ার হোসেন দিলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ব্রজেশ চৌধুরী, যুবলীগ কর্মী তুহিন চৌধুরী, যুবলীগ কর্মী রতন চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক শেকুল আহমেদ, ব্যবসায়ী আমিনুল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ইউএনও আসিফ বিন ইকরামের বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, আসিফ বিন ইকরাম সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেছেন। যা শিষ্টাচার বহির্ভূত। বক্তারা আসিফ বিন ইকরামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।