স্টাফ রিপোর্টার ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা পুলিশ প্রশাসন এবং জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ। বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, সাধারণ সম্পাদক বিমল বণিক, জামালগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার, সুবিমল চক্রবর্তী চন্দন, দিলীপ তালুকদার, জয় দুর্গাপুজা কমিটির সভাপতি মতিলাল চন্দ, পিসি দাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ বলেছেন, পূজা উদ্যাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ, র্যাব, আনসার মিলেই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। সকলের সার্বিক সহযোগিতায় যাতে ধর্মীয় এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয় সে ব্যবস্থাই নেয়া হবে। গুরুত্বপূর্ণ পূজা মন্ডপগুলোতে নজরদারি জোরদার করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর সার্কেল কানন কুমার দেবনাথ সহ সকল উপজেলার অফিসার ইনচার্জগণ ও প্রত্যেক উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।