জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে ফান সেন্টার পর্যায়ে কিশোর-কিশোরীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেয়ার বাংলাদেশ-এর সহযোগিতায় জৈন্তা ছিন্নমূল সংস্থা টিপিং পয়েন্ট এই অনুষ্ঠান আয়োজন করে।
সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা টিটন খীসা।
বিশেষ অতিথি ও বিচারকমন্ডলীতে ছিলেন সমবায় কর্মকর্তা আবু তায়ের, নারীনেত্রী দিপশ্রী তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আবদুল্লাহ আল মামুন।
“নারী নয়, পুরুষেরাই পারে বাল্য বিবাহ বন্ধ করতে” এই বিষয়ে পক্ষে তিন সদস্য কিশোরী দল ও বিপক্ষে তিন সদস্য কিশোর দল অংশগ্রহণ করে।
বিতর্ক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণীর পূর্বে জেছিস জামালগঞ্জের ম্যানেজার মো. রোকন উদ্দিন আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ প্রজেক্ট অফিসার বিনয় কৃষ্ণ তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালিউল্লাহ সরকার, শাহানা আল-আজাদ, আলী আমজাদ প্রমুখ।