তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের সদস্যরা ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন। রোববার গভীর রাতে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের মৃত আ. মজিদের ছেলে। অপরদিকে সোমবার সন্ধ্যায় ২০ পিস ইয়াবাসহ আজিজুল ইসলাম (২৪)-কে গ্রেফতার করা হয়েছে। সে বারহাল গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা দুলালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশী করে তাঁর কোমরে রাখা একটি প্লাস্টিকের প্যাকেটের ভিতর ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। অপরদিকে সোমবার সন্ধ্যায় বারহাল এলাকার কালভার্টের উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই একেএম জালাল উদ্দিন বাদী হয়ে দুলালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গতকাল সোমবার তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। দুলালকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আজিজুল ইসলামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।