হাসান বশির ::
আগামী ৩১ অক্টাবর বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউপি’র পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভোটযুদ্ধে জয়ী হতে মরিয়া আ.লীগ ও জাতীয়পার্টি। এ উপজেলায় আ.লীগ নিজেদের মান বাঁচাতে এবং জাতীয়পার্টি অস্তিত্ব রক্ষার জন্য লড়াইয়ে নেমেছে বলে মনে করেছেন এলাকার সচেতন ভোটাররা।
এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার পরই জাতীয়পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এরশাদ মিয়া এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গণি ভোটারদের বাড়ি-বাড়ি গ্রাম ও পাড়া মহল্লায় গিয়ে ভোট প্রার্থনা করছেন।
গত ৪জুন এ উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪টি ইউনিয়নে প্রার্থী নির্বাচিত হলেও বাদাঘাট দক্ষিণ ইউপি’র জাতীয়পার্টির প্রার্থী এরশাদ মিয়া, আ.লীগ প্রার্থী আব্দুল গণি প্রত্যেকেই ৪ হাজার ৩০ ভোট করে সমান সংখ্যক ভোট পান। ফলে কোন প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে দ্বিতীয়বার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে নির্বাচনী এলাকার ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এলাকার প্রতিটি পাড়া-মহল্লা, চায়ের দোকানসহ সর্বত্রই চলছে ভোটের হিসাব-নিকাশ। শুরু হয়েছে আ.লীগ ও জাপার নির্বাচনী ভোটযুদ্ধ নিয়ে আলোপ আলোচনা।
উপজেলা আ.লীগের অনেক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, এই ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা।
জাপা নেতৃবৃন্দ বলছেন, এই নির্বাচনী লড়াইয়ে তারা আ.লীগকে ছাড় দিবেন না। তারা লাঙ্গলের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন।
স্থানীয়রা বলছেন, আ.লীগ এ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। তাই তারা নিজেদের মান বাঁচানোর লড়াইয়ে কোমর বেঁধে নেমেছেন। অপরদিকে জাতীয়পার্টি নিজেদের অস্তিত্বের লড়াইয়ে আ.লীগকে ছাড় দেবেন না। সব মিলিয়ে জমজমাট নির্বাচনী লড়াই হবে বলে আশা করছেন এলাকার মানুষ।