দিরাই প্রতিনিধি ::
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দিরাই উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, ডা. কানিজ ফাতেমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিলকিস খানম, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন রায়, সাধারণ স¤পাদক ধনীর রঞ্জন রায়, সহ-সভাপতি স্বাধীন কুমার, পীযূষ রঞ্জন রায়, চান্দপুর পূজা উদ্যাপন কমিটির সাধারণ স¤পাদক রঞ্জিত কুমার দাস, এলংজুরি পূজা উদ্যাপন কমিটির সভাপতি শৈলেন্দ্র চন্দ্র সরকার, হারানপুর আনোয়ারপুর পূজা উদ্যাপন কমিটির সাধারণ স¤পাদক সন্দীপন দাস, কল্যাণী পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবুল চৌধুরী, কচুয়া পূজা উদ্যাপন কমিটির সাধারণ স¤পাদক কানাই লাল, কালীপদ চক্রবর্তী, নারায়ণ দাস, মিন্টু তালুকদার, সুনীল পুরকায়স্থ প্রমুখ। এবারে উপজেলায় ৫৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।