জামালগঞ্জ প্রতিনিধি ::
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, জামালগঞ্জ শাখা’র উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পূজা উদ্যাপন কমিটির সহ-সভাপতি পঙ্কজ পাল চৌধুরী, ভীমখালি ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, সাবেক চেয়ারম্যান আ. মন্নান তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকারসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এ বছর উপজেলার ৪৫টি পূজামন্ডপে পূজা উদ্যাপিত হবে। পূজা উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করা হয়।