দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহের মৃত্যুতে দক্ষিণ সুনামগঞ্জে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শনিবার উপজেলার পাগলা বাজারে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মহির উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুর রশিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনছার উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদল সভাপতি মো. সোহেল মিয়া।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা মুরাদ চৌধুরী, মঞ্জুর আলম মালেক, কামরুল ইসলাম, বাহা উদ্দিন ইকবাল, দিলোয়ার হোসেন জিয়াউর, মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, তুরণ খাঁন, ছালিক আহমদ রাফিক, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদল সভাপতি রুকন উদ্দিন, যুবদল নেতা আশরাফ আলী, পশ্চিমপাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, যুবদল নেতা রাফিক মিয়া, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম, খালেদ আহমদ, সিজিল আহমদ, শাহ আলম, তাজুদ আলী রূপন, নাজমুল ইসলাম, কামাল আহমদ, শোয়েব আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, শেষদিন পর্যন্ত গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন হান্নান শাহ। তিনি সাহসী ভূমিকা রেখেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। হান্নান শাহর মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়।