সুনামগঞ্জ শহরতলির সুরমা নদীর উপর হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের দাবি আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে হালুয়ারঘাট এলাকায় সুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুছ সত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুকশেদ আলী, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আকরাম উদ্দিন।
এসময় সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক মো. নাজিম উদ্দিন, ব্যবসায়ী হাবিবুর রহমান, জয়নাল মিয়া, তারা মিয়া, ইলিয়াছ মিয়া, আলম মিয়া, সোয়েল মিয়া, আশাদ মিয়া, বাতেন মিয়া, ওয়াহেদ আলী, আক্তার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সভাপতি মো. আব্দুছ সত্তার। কমিটির আহ্বায়ক ব্যবসায়ী আব্দুর রব, সদস্য সচিব সাংবাদিক আকরাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুছ সত্তার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুকশেদ আলী, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই, ইউপি সদস্য আবুল কালাম, আব্দুল মন্নান, মো. আব্দুল মোতাল্লিব, মো. আব্দুল লতিফ, মো. আনোয়ার হোসেন বাবুল ও মো. আরব আলী। সংবাদ বিজ্ঞপ্তি