স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে বিভিন্ন দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে শহরের আলফাত স্কয়ার, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় জনচলাচলের রাস্তা দখল করে ব্যবসায় না করার জন্য দোকানিদের সতর্ক করে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ-এর নেতৃত্বে প্রায় দু’ঘণ্টা ব্যাপী এ অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সুনামগঞ্জ সদর মডেল থানার এএসআই আব্দুল হান্নানসহ পুলিশ বাহিনীর সদস্যরা।