স্টাফ রিপোর্টার ::
রাষ্ট্রদ্রোহের এক মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার সকালে শহরের লন্ডনপ্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে পৌঁছলে পুলিশি বাধায় পড়ে। বাধা অতিক্রম করতে না পেরে নেতাকর্মীরা সেখানেই সমাবেশ করেন।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ময়না মিয়া’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, আবুল কালাম, ছাত্রদল নেতা মুজাহিদ উদ্দিন, শাহ ফরহাদ, রুহুল হাসান রুপক, মুশিউর রহমান জুনায়েদ, কাজী মিসবাহ, রাসেল মিয়া, মালেক, ইব্রাহিম, শাহাব উদ্দিন, সাইফুল ইসলাম রাহী, তোফায়েল আহমেদ, মোস্তাক, রুবেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হোসেন আমীর, আব্দুল মজিদ, আব্দুল মতিন, মোস্তাক আহমদ, মকসদ মিয়া।
এদিকে শনিবার দুপুরে শহরে বিক্ষোভ করেছে ছাত্রদল। পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ে পৌঁছলে পুলিশি বাধায় পড়ে। বাধা অতিক্রম করতে না পেরে নেতাকর্মীরা বাধাস্থলেই প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, কামরুল হোসেন রাজু, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন।