স্টাফ রিপোর্টার ::
ভারতীয় ৩০ বোতল মদসহ দুই যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হল সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর চাতলপাড়া গ্রামের মৃত আশরাফ আলী’র পুত্র মো. আনোয়ার হোসেন ওরফে আনর (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মো. জাহাঙ্গীর (৩৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩, সুনামগঞ্জ এর একটি দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে সদর থানার রঙ্গারচর ইউনিয়নের রফিক মিয়ার রাইস মিল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস হুইস্কিসহ আনোয়ার হোসেন ও মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হইবে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।