স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে পূজা উদ্যাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নৃপেশ তালুকদার নানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল বণিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রমেন্দ্র কুমার দে, দেবব্রত দাশ, দিপক ঘোষ, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, মলয় চক্রবর্তী রাজু, গৌরাঙ্গপদ দাশ, স্বপন দাশ, প্রণব কান্তি দাশ, বিমান রায়, বিজয় তালুকদার, লিটন রায়, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, ঝন্টু তালুকদার, আরতি তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুখেন্দু সেন, প্রভাব শর্মা, নবেন্দু দাশ, সুজিত দেব, হিরন কুমার আচার্য্য, সুমন সাহা, দেবাশীষ গুপ্ত, বিজন রায়, অজয় কান্তি তালুকদার দোলন, অরুণ দেব, শুভব্রত বসু, সুজিত দে, সন্তোষ রায় সন্তু, প্রদীপ বণিক, মঙ্গল রায়, সিতাংশু চৌধুরী, রঞ্জু পাল, পল্লব রায়, তাপস কর, সজীব রায়, রথীশ গোস্বামী, সীমা খাসনবীশ, শংকর দাশ, পিংকু বণিক প্রমুখ।
সভা শুরুতে জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত সুখরঞ্জন রায়, গোপাল সাহা, মতিলাল ধর, ফনিভূষণ দাশ, সরস্বতী পাল ও কার্যকরী কমিটির সহ-সভাপতি পরিমল কান্তি ঘোষ চৌধুরী, সদস্য অ্যাডভোকেট রতন রায়’র উদ্দেশ্যে শোকপ্রস্তাব করা হয়।