দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আফরোজ মিয়া চৌধুরী (৬০) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র সাদ মিয়া ও বেলাল আহমেদের লোকজনদের মাঝে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সাদ মিয়ার পক্ষের আইয়ুব আলী ও তার স্ত্রী কাঠের লাঠি দিয়ে আফরোজ মিয়া চৌধুরীকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। আহত অবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন দিরাই থানার এসআই শাহ আলম ও এসআই কাজল চন্দ্র দেব। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।