দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসি গ্রামের রইছ আলী ও আব্দুল করিমের লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত রইছ আলী (৬৫), রূপ মিয়া (৩২), হাছেনা খাতুন (৩০), সাদিকুল (২৮), ইমাম হোসেন (২৫), আশিকুল মিয়া (২৫)-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সিরাজ আলী (২২), আব্দুল হাই (৬০)-কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান মারামারির ঘটনা শুনেছি। কোন পক্ষই এখনও মামলা করেনি।