স্টাফ রিপোর্টার ::
হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ১৮ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন, চ্যানেল আই। আগামী প্রজন্ম তথা তারুণ্যের জয়গানকে সামনে এগিয়ে নিতেই এবারের প্রতিপাদ্য ছিল ‘আঠারোয় জয়ধ্বনি’। সুনামগঞ্জে কেক কাটার মধ্যদিয়ে চ্যানেল আই-এর জন্মদিন পালন করা হয়। শনিবার সকালে সুনামগঞ্জ চ্যানেল আই কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, অ্যাড. শেরেনূর আলী, সিনিয়র সাংবাদিক মাসুদ আলম চৌধুরী, লতিফুর রহমান রাজু, আবেদ মাহমুদ চৌধুরী, চ্যানেল আই জেলা প্রতিনিধি একেএম মহিম, বিশিষ্ট ব্যবসায়ী রাজীব রায়, সাজিদুর রহমান, সাংবাদিক সেলিম আহমদ, বুরহান উদ্দিন, হিমাদ্রী শেখর ভদ্র, শামসুল কাদির মিছবাহ, দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েল প্রমুখ।