স্টাফ রিপোর্টার ::
“থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ সমাজে পরিবারে জ্বলবে আশার আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, কন্যা শিশুকে মানুষের মতো মানুষ করা আগে যদিও কঠিন ছিল কিন্তু এখন অনেক সহজ হয়েছে। আগে কন্যা শিশুর ওপর নানা অত্যাচার করা হতো। কিন্তু বর্তমানে এ ধরনের ঘটনা এখন অনেক কমে গেছে।
কন্যাশিশুরা উচ্চশিক্ষা লাভ করে দেশের কল্যাণে তারা কাজ করবে এবং আজকের শিশুরা আগামী দিনের কান্ডারী হবে এ আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজিআরা শাম্মী, পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সভাশেষে চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সম্মুখে “শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” এ স্লোগানকে সামনে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা সংগীত পরিবেশন করে।