স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং সাংগঠনিক মাস উপলক্ষে সাংগঠনিক প্যারালিগ্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা ইপিআই ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি গৌরি ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায় ও অ্যাডভোকেট পীর মতিউর রহমান।
সাংগঠনিক সম্পাদক পাঞ্চালি চৌধুরী ও রাশেদা বেগমের যৌথ পরিচালনায় প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশরাফী সম্পা। এ সময় মহিলা পরিষদের সাবেক সভাপতি শীলা রায় ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া সহ মহিলা পরিষদের অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠিত হয়।