দেশের দ্বিতীয় রামসার সাইট ও বিশ্ব ঐতিহ্যের অংশ টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করবে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। হাওরপাড়ের জেলে থেকে শুরু করে সরকারের নীতি নির্ধারক পর্যন্ত সর্বমহলের মতামত জানতে অচিরেই এ মতবিনিময় সভার আয়োজন করা হবে বলে জানাগেছে।
শুক্রবার সিলেটের একটি রেস্টুরেন্টে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গোলাম আজাদ, রিপন সরকার, সজীব আহমদ সজল, মোস্তফা কামাল, প্রণয় পাল, বিদ্যুৎ পাল, আবুল বাশার জুয়েল, লিপটন পাল, ফখর উদ্দিন, মোক্তার হোসেন, আব্দুল কাদির, শাহজালাল নয়ন প্রমুখ।
সভার সিদ্ধান্ত মোতাবেক প্রথমে টাঙ্গুয়ার হাওরপাড়ের জেলে, কৃষক ও সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে সুনামগঞ্জের জনপ্রতিনিধি, পরিবেশবিদ, হাওর ও জলাভূমি বিশেষজ্ঞ, সাংবাদিক, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে। মতবিনিময় সভায় উঠে আসা মতামত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও হাওর উন্নয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের সভাপতি ও সাধারণ স¤পাদক। সংবাদ বিজ্ঞপ্তি