স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিপ্লবী শ্রমিকনেতা কমরেড মঞ্জুরুল আহসান খান আজ শুক্রবার সুনামগঞ্জ সফরে আসছেন। তিনি সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সকাল ১০টায় আলফাত স্কয়ারে এ সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। সম্মেলনের পর তিনি জেলার নেতাকর্মীদের নিয়ে কর্মীসভায় যোগদান করবেন। এছাড়া শহরের কয়েকটি শ্রমিক সংগঠনের সাথে তিনি পৃথকভাবে বৈঠক করবেন।