সুনামকণ্ঠ ডেস্ক ::
শাল্লায় সাংবাদিককে নির্যাতন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ বিন ইকরামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সিলেটের চার উপজেলা প্রেসক্লাব। এ দাবিতে বৃহ¯পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কো¤পানিগঞ্জ প্রেসক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে সংবাদ প্রকাশ করায় স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক বকুল আহমদ তালুকদারের উপর অমানুষিক নির্যাতন চালান ইউএনও আসিফ বিন ইকরাম। তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান সাংবাদিকরা।
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ও কো¤পানিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় এতে অংশ নেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা স¤পাদক আবুল মোহাম্মদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মিনহাজ উদ্দিন, কো¤পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল আলীম, যুগ্ম স¤পাদক আবিদুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, সুহেল রানা, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য রেজওয়ান করিম সাব্বির, কানাইঘাট প্রেসক্লাবের সদস্য কাওসার আহমদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনাফ খান, কানাইঘাট আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন রশিদ, শিক্ষক নেতা শাহজাহান চৌধুরী, ফটো সাংবাদিক আনিস মাহমুদ, এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন, পাপ্পু তালুকদার, মনিরুজ্জামান রনি, জেলা ছাত্রলীগের রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক আহমদ, যুবলীগ নেতা মাসুদ আহমদ, নূরে আলম, শাহ আলম স্বাধীন, শরিফুর রহমান, কয়সর আলম, ছাত্র নেতা নাসির উদ্দিন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জের সাংবাদিকদের প্রতিবাদের মুখে বিতর্কিত শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আসিফ বিন ইকরামকে তার কর্মস্থল শাল্লা থেকে গত বুধবার প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।