স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সুনামগঞ্জ জেলা সংসদের সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শহরের আলফাত স্কয়ারে সম্মেলন উদ্বোধন করবেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড মঞ্জুরুল আহসান খান। সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখবেন। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখবেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার মো. ফিরোজ।
সম্মেলন উদ্বোধনের পরপরই একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করবে। অতিথিবৃন্দের ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ গণসংগীত পরিবেশন করবে। বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করার জন্য সর্বস্তরের সুনামগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা সিপিবি’র সভাপতি চিত্তরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক রহমান মিজান।