স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিসবাহ বলেন, বাল্যবিয়ে একটি অভিশাপ। বর্তমান সরকার বাল্যবিয়ে প্রতিরোধে খুবই গুরুত্ব দিচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম, নারীনেত্রী শীলা রায়, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
সামিনা চৌধুরী মনি’র পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, কাজী মাওলানা শাহেদ আলী, শিক্ষার্থী অনামিকা, সালমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আতাউর রহমান এবং গীতাপাঠ করেন জিতেন্দ্র সূত্রধর।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল বলেন, বাল্যবিয়েকে লাল কার্ড দেখাতে হবে। আমাদের সুনামগঞ্জ জেলায় শিক্ষার হার বাড়াতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। পরে তিনি সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।
এরপর সদর উপজেলা বাল্যবিয়েমুক্ত ফলক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অমিত বর্মণ রচিত এবং বন্ধন থিয়েটারের পরিবেশনায় ও সামির পল্লব ও রাজু আহমদের নির্দেশনায় নাটক “ময়নার স্বপ্ন” মঞ্চস্থ হয়। এছাড়া অনুষ্ঠানে ধামাইল গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।