ছাতক প্রতিনিধি ::
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের অর্ধ শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসনের জন্য ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের চাঁদনী ঘাট এলাকা থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ফুটপাতের অর্ধ শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ আলী বাবলু, সার্ভেয়ার মনিরুল ইসলাম, অফিস সহকারী নাজির আহমদ, জারিকারক নুরে আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।