বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সুনামগঞ্জ জেলা শাখার এক সভা গতকাল বুধবার বিকেলে সংগঠনের সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ৯ ডিসেম্বর বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে জাতীয়করণসহ সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক শতকরা ৫ ভাগ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের দাবিতে আগামী ২১ অক্টোবর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, প্রভাষক রজত কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, কোষাধ্যক্ষ প্রভাষক মো. মশিউর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুল হক দোলন, নির্বাহী সদস্য অধ্যাপক শুভঙ্কর তালুকদার ও প্রভাষক রামানুজ রায় প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি