সামছুল ইসলাম সরদার ::
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দিরাই-শাল্লার এমপি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, হাওরপাড়ের মানুষ আমাকে অনেক দিয়েছে। এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন ছিল এলাকার হতদরিদ্রদের সন্তানদের জন্য আধুনিক শিক্ষার পথ সুগম করে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। জীবনের শেষপ্রান্তে এসে তাদের স্বপ্নপূরণ করতে পেরেছি এটা আমার জন্য অত্যন্ত গর্বের। আজ স্বপ্নের মতো গড়ে উঠেছে বিশাল দুইটি প্রতিষ্ঠান মহিলা কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউট। আর এটা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষ কল্যাণে কাজ করেছি এবং যতদিন বেঁচে থাকব দেশের মানুষের সেবা করবো। আমার পরিবারের সদস্যদের আপনাদের সামনে নিয়ে এসেছি। তাঁরা আমার প্রিয় প্রতিষ্ঠান দুটিকে ধরে রাখবেন। অচিরেই দু’টি ছাত্রাবাস ও একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।
গতকাল বৃহ¯পতিবার বিকেল ৩টায় সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ও সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট আয়োজিত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রভাষক রমা রানী পালের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী ড. জয়া সেনগুপ্ত, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সুরত আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, দিরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকূল চন্দ্র দেব। বক্তব্য রাখেন সিরাজ উদ দৌলা, যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, অভিভাবক সদস্য বুরহান মিয়া প্রমুখ।