স্টাফ রিপোর্টার ::
ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার সুরমা ইউনিয়নের হতদরিদ্র, প্রতিবন্ধী ও দুঃস্থ লোকদের মধ্যে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আব্দুস ছাত্তার ডিলার জানান, ইউনিয়নের ২৬৯৮ জন লোকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম জানান, বুধবার ইউনিয়নের ১৪৩৪ জন হতদরিদ্রদের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল মাথাপিছু ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এদিকে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই জানান, শুক্রবার ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের ৬৮৩ জন প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুঃস্থ লোকদের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রোববার অবশিষ্ট ওয়ার্ডগুলোতে যথারীতি চাল বিতরণ করা হবে।