স্টাফ রিপোর্টার ::
বশির আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের মল্লিকপুর মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মল্লিকপুর ক্লাবকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বড়পাড়া শ্যামলী ক্লাব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আহমদ নুর, মাখন লাল শর্ম্মা, সোহেল মিয়া, সাজ্জাদুর রহমান সাজু, সাজিদুর রহমান প্রমুখ।
টুর্নামেন্টে মোট ৮টি ক্লাব অংশগ্রহণ করে বলে আয়োজক সূত্রে জানাগেছে।