ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে নবনির্বাচিত স্থানীয় সরকারের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার।
ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য দিপক তালুকদার, আলী আহম্মদ, আসাদ আলী, মোশারফ হোসেন, একেএম আব্দুল রহিম, ইউপি সদস্যা সেজু আক্তার, নুরে জান্নাত লিপি প্রমুখ।
সভায় অতিথিদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।