দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেনের বদলি জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুব সংগঠক ও প্রশিক্ষণার্থীগণ। বৃহ¯পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও যুব সংগঠক হাজী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী প্রিয়ব্রত রায়, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ স¤পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, অর্থ স¤পাদক সৈদুর রহমান তালুকদার, সফল যুব সংগঠক মোহন চৌধুরী, মধুপুর মানবসেবা পরিষদের সভাপতি নেজাবুল ইসলাম, হাসান চৌধুরী, রাজীব চৌধুরী, রাশেদা বেগম, আতিক হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথির হাতে উপহারসামগ্রী তুলে দেয়া হয়।