দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে চুরির মামলায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল জাহাঙ্গীর (২৫), আজিম উদ্দিন (৩০)।
বুধবার দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার গন্ডবপুর গ্রাম থেকে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার এসআই কাজল চন্দ্র দেব ও এসআই সেকান্দর আলী অভিযান চালিয়ে চোরাই ৩টি গরুসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।