‘স্কুলে বিদ্যা অর্জন, মঞ্চে গান; মাঠে খেলাধুলা, জমিতে ধান’ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের এই স্লোগানটি এখন সর্বজনবিদিত। সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে শেখ রফিকুল ইসলাম দায়িত্বগ্রহণ করার পর থেকেই শিক্ষার মান উন্নয়নে নিরলস কাজ করছেন। প্রশাসনিক কাজের ফাঁকে বিদ্যালয় পরিদর্শন তাঁর যেন রুটিন ওয়ার্ক। সুযোগ পেলেই তিনি গাড়ি থামিয়ে ঢুকে পড়েন সড়কের পাশের বিদ্যালয়টিতে। বিদ্যালয়ে তাঁর উপস্থিতি শিক্ষক-শিক্ষার্থীদের উজ্জীবিত করে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে তিনি শিক্ষার্থীদের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি পাঠদান করেন। শিক্ষক হিসেবে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দিত হন। তাঁর কাছ থেকে পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষাও অর্জন করেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক শহরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে.বি. মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়গুলোর পাঠদান পর্যবেক্ষণ ছাড়াও উপস্থিত অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। – সুনামকণ্ঠ