দিরাই প্রতিনিধি ::
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে করিমপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের টুক দিরাই গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোপেশ পালের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক সাহেদ মিয়া ও সাংগঠনিক স¤পাদক নাঈম মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পিপি, দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুল হাসমত খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল আহমদ চৌধুরী, সহ সভাপতি সুজন সরকার, সাধারণ স¤পাদক মান্না তালুকদার লিমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রতন সূত্রধর প্রমুখ। পরে কৃতী পরীক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।