সুনামকণ্ঠ ডেস্ক ::
কুড়িগ্রামের চিলমারীতে ১০ টাকা কেজিতে চাল বিক্রির কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উদ্যোগে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কর্মসূচির আওতায় মন্দা মৌসুমে সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারের খাদ্য নিশ্চিত করতে চাল সরবরাহ করা হবে। বুধবার কুড়িগ্রাম জেলার চিলমারি পাইলট হাইস্কুল মাঠে এক জনসভায় এ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধান রোপণ ও কাটার মধ্যবর্তী সময়ে যখন দিনমজুর কর্মহীন হয়ে পড়েন তখন এই কর্মসূচির সুফল পৌঁছে দেয়ার লক্ষ্যে বিক্রি হবে এই চাল। এই কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারগুলোর জন্য একটি বিশেষ কার্ড ইস্যু করা হবে। যেটা স্থানীয় জনপ্রতিধিদের মাধ্যমে দেয়া হচ্ছে। কার্ডধারী প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে। বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চাল দেয়া হবে।
ইউনিয়ন পর্যায়েও ‘হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি চলবে। সমাজে দরিদ্র নারীপ্রধান পরিবার, বিধবা পরিবার, তালাকপ্রাপ্ত পরিবার এবং দরিদ্র পরিবার এই খাদ্য সহায়তা পাবে। এ বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে এই কর্মসূচির জন্য সাড়ে পাঁচ লাখ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে একজন সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি কমিটি সুবিধা প্রাপ্তদের একটি তালিকা তৈরি করবে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে গঠিত অপর একটি কমিটি এই তালিকা চূড়ান্ত করবে।
এই কর্মসূচি পরিচালনার জন্য এলাকায় সুবিধাপ্রাপ্ত প্রতি পাঁচশ পরিবারের জন্য একজন করে ডিলার থাকবেন। মনোনয়ন কমিটির দেয়া তালিকা অনুযায়ী ডিলার তাদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে। সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারে কার্ড বিতরণ চলছে। এর মধ্যে কুড়িগ্রামে সোয়া লাখেরও বেশি পরিবার এই কর্মসূচির আওতায় এসেছে। চাল বিক্রির জন্য জেলায় ১২৬ জন ডিলারকে নিযুক্ত করা হয়েছে।